জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এবং আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
বেসরকারি ফলাফলে পাটলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ছায়াদুর রহমান ফুটবল প্রতীকে ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লায়েছ মিয়া মোরগ প্রতীকে ৩৬১ ভোট পান।
অন্যদিকে, আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে হেলিকপ্টার প্রতীকে ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মরনী রানী রায়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাহমিদা বেগম কলম প্রতীকে ৭২৬ ভোট, শাপলা বেগম মাইক প্রতীকে ৬৫২ ভোট ও আলেয়া বেগম তালগাছ প্রতীকে ২৫৩ ভোট পান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দীন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
- দোয়ারায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
- শিশুদের মানবিক গুণাবলী সম্পন্ন করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর