জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে জাকারিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। শিশু জাকারিয়া ভবানীপুরের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পশ্চিমের পুকুরের পানিতে পড়ে যায় শিশু জাকারিয়া। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিল’র ছমির উদ্দিন।
- ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের পঞ্চাশতম মঞ্চায়ন
- ইজতেমা নিয়ে দু’পক্ষের উত্তেজনা