জগন্নাথপুর অফিস
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সফর উপলক্ষে জগন্নাথপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথ জিউর আখড়ার কেন্দ্রীয় শ্রীমন্দিরে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, সহ সভাপতি স্বপন কুমার দাস, পূজা উদযাপন বিষয়ক সম্পাদক চন্দন কুমার রায়, সন্মানিত অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিভাস দে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, বাসুদেব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি মুকুল ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ কাজল বণিক, কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর, পূজা উদযাপন পরিষদ নেতা আশুতোষ দাস, পজেশ গোপ, নির্মল দে, প্রদীপ দে, দ্বিপক কুমার দেব, দেবাশীষ তালুকদার, অরূপ সরকার, বকুল গোপ, রজত গোপ, মিটন দে, রেনু শর্মা প্রমুখ।
সভার শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক শিক্ষক অনন্ত পাল। সভায় প্রয়াত উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দেব, সাধারণ সম্পাদক প্রনব বণিক এর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
- দিরাইয়ে কিশোরীর লাশ উদ্ধার
- শাল্লায় প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ, প্রতিবাদে মানববন্ধন