জগন্নাথপুরে প্রশাসনের সভা বর্জন করেছে জগন্নাথপুর আ.লীগ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ৭ই মার্চের আলোচনা সভা কর্মসূচি বর্জন করেছে উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনকে যথাযথ মূল্যায়ন না করায় উপজেলা প্রশাসনের আলোচনা সভা বর্জন করা হয়।
জানা গেছে, ৭ই মার্চ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি স্বায়ত্ত্বশাসিত বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন ও ভাষণ সম্প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির দাওয়াতপত্র চিঠিতে আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলের কোন উল্লেখ না থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক কর্মকর্তা এসে নেতাকর্মীদের উপজেলা প্রশাসনের আলোচনা সভায় যোগদান করতে বলা হলে নেতাকর্মীরা আওয়ামী লীগ কে দলীয়ভাবে দাওয়াত না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সভায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বলেন, ৭ই মার্চের চিঠিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামে কোন চিঠি দেওয়া হয়নি। তাই ক্ষোভ প্রকাশ করে সভায় না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচি আমরা দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করেছি। উপজেলা প্রশাসনের কর্মসূচিতে ব্যক্তিগতভাবে আমাকেসহ কেউ কেউ কে দাওয়াত দেওয়া হলেও দলীয়ভাবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। তাই আমরা উপজেলা প্রশাসনের আলোচনা সভায় যাইনি।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।