জগন্নাথপুর অফিস
‘উপজেলায় সংঘাত নয় ঐক্যর বাংলাদেশ চাই’ শ্লোগানে জগন্নাথপুর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দি হাঙ্গার প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোজাম্মেল হক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, দি হাঙ্গার প্রকল্পের হিসাব রক্ষক কুদরত পাশা, দি হাঙ্গার প্রকল্পের ইয়ূথ মোবিলাইজেশন কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রদল সভাপতি মামুন আহমেদ প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন।
- বিশ্বম্ভরপুরে অবহিতকরণ সভা
- জামালগঞ্জে অবহিতকরণ সভা