জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি বিএনপি। রবিবার বিকেলে উপজেলা বিএনপি. অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধা মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। কিন্তু পুলিশি বাধায় পন্ড হয়ে যায় কর্মসূচি।
দলীয় নেতাকর্মীরা জানান, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধা মোড় থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে দেয় এবং কর্মসূচিতে বাধা দেওয়ায় তা পন্ড হয়ে গেছে।
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করা যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, আইন শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট ছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।
- দিরাইয়ে বিএনপির বিক্ষোভ
- আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে