জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে অর্ধ কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ মার্কেটর শপিং কমপ্লেক্স উদ্ধোধন করা হয়েছে। রোববার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী লুমরানুল হক এর অর্থায়নে নির্মিত শপিং কমপ্লেক্সটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তিনি উদ্ধোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামসি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবাব হোসেন, সমাজসেবী হাজী আলতাবুর রহমান, অ্যাডভোকেট হোসেন আহমেদ, মীরপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য হোসেন রাসেল,সমাজসেবী আনোয়ার খান, নুর মিয়া, তমরুজ মিয়া, উকিল আলী, ওলিউর রহমান চাঁন মিয়া, এমলাখুল হক, দিলু মিয়া, মুহিতুর রহমান, সিপন মিয়া, দিদারুল হক অপু, আসানুল হক লিপু, হাফিক মোনায়েম খান,মারুফ খান, ফয়জুল হক মিনার প্রমুখ
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, শ্রীরামসি দিঘিরপাড় জামে মসজিদের উন্নয়নে প্রবাসী মরহুম তাহিদুর রহমানের ১৫ শতক দান করা ভূমিতে যুক্তরাজ্য প্রবাসী তাঁর ভাতিজা লুমরানুল হক অর্ধকোটি টাকা ব্যয়ে তিনতলা ভিত বিশিষ্ট একতলা শপিং কমপ্লেক্স নির্মাণ করে দেন। এ কমপ্লেক্সের আয় মসজিদের উন্নয়নে ব্যয় করা হবে। তিনি বলেন, এমন মহতি উদ্যাগের জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
- স্পেশাল কনট্রিবিউশন সম্মাননা পেলেন ফয়সল
- প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল করা হবে : স্বাস্থ্যমন্ত্রী