জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সহকারি পুলিশ সুপার (শান্তিগঞ্জ—জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, উপজেলার বিদ্যুৎ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী পাবেল আহমদ প্রমুখ।
সভায় যানজট নিরসনে অচিরেই ফুটপাত দখলমুক্ত ও গাড়ি স্ট্যান্ডগুলো পৌর শহরের বাইরে নিয়ে যেতে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।
- গণভবনকে ‘খামারবাড়িতে’ পরিণত করেছেন প্রধানমন্ত্রী
- ছাতকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা