জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দুর্গোৎসব উপলক্ষ্যে নিরাপত্তা জোরদারকরণে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
রবিবার দিনব্যাপী জগন্নাথপুর থানার সামনে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ লাইসেন্সবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স না থাকায় একটি মামলা দেওয়া হয়।
জগন্নাথপুরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলাজুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রোববার থেকে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে মাঠে নেমেছে পুলিশ।
- জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- দুর্গোৎসবে আগতদের মাস্ক পরিধান অপরিহার্য