জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলীয়া চকমনপুর দারুণ কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসার হিফজ সমাপ্তকারী ১৩ জন ছাত্রদের মধ্যে গরীব চিলড্রেন এডুকেশনের ট্রাষ্ট ইউ—কের উদ্যোগে পাগড়ী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা কমর উদ্দিন সভাপতিত্বে ও সমাজকর্মী আব্দুল মনাফের পরিচালনায় এবং শাকিল আহমদ ও সায়িদ আহমদের যৌথ কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার মাঠে বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চিতুলীয়া, চকমনপুর দারুণ কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসার পরিচালনায় কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি, গরীব চিলড্রেন এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল কাদির, ট্রাষ্টের ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী সফিকুল ইসলাম, সমাজকর্মী আব্দুল মালিক, আলী আহমদ, সাকির, আজিজ মেম্বার প্রমুখ। অনুষ্ঠান মোনাজাত পরিচালনা করেন সিলেটের শাইখুল হাদিস জামিয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আব্দুর রহমান।
- জগন্নাথপুরে এইচএসসি’তে এগিয়ে মাদ্রাসা, জিপিএ’তে কলেজ
- সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এমবিবিএস পরীক্ষা শুরু