জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কেশবপুর হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের প্রতিষ্ঠিত কস্তর আলী ও মহুরা আলী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সভা যুক্তরাজ্য প্রবাসী মোস্তাব আলীর সভাপতিত্বে এবং ট্রাস্টের পরিচালক আবুল হাসনাত আমির ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচ্ছু গোপ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা ইয়াসমিন, ট্রাস্টের উপদেষ্টা মনির মিয়া, সুহেল মিয়া, শিক্ষক তাহমিনা তমা, লুৎফা বেগম, শেফালি নাথ মৃদুল রানী শুক্লবৈদ্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক খান, কমিটির সদস্য তৈয়বুর রহমান, আব্দুল খালিক, অভিভাবক আলা উদ্দিন, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে বিদ্যালযের সকল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
- সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ
- বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে কৃষকলীগ নেতৃবৃন্দ