জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বইপড়া কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগ ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহযোগিতায় সুনামগঞ্জে আবারও বইপড়া কর্মসূচি শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে প্রায় তিন বছর এই কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার বিকালে লাইব্রেরি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আবার বইপড়া কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী দিনে স্কুল ও কলেজের প্রায় দুইশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক ও অভিভাবকেরাও। পরে শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি ফিরে।
সুনামগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সংগঠক ম. আলতাফুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক সত্যজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, শহরের সরকারি সতীশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুবল চন্দ্র বিশ্বাস, বইপড়া কর্মসূচির সংগঠক ও শিক্ষক পরান দাস, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক ও ব্যাংকার মিনহাজ আহমেদ।
উদ্যোক্তারা জানান, সুনামগঞ্জে ৩০ বছর ধরে এই বইপড়া কর্মসূচি চলছে। মাঝখানে করোনার কারণে প্রায় তিন বছর বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। প্রতি শুক্রবার বিকেল লাইব্রেরিতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রর পরিচালিত হবে।