স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরপাড় জনতা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালিত হয়েছে। উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে টাঙ্গুয়ার হাওর বিষয়ে রচনা ও বিশ^ জলাভূমি নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুজ্জামালের সভাপতিত্বে এবং সিএনআর এস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ এর সঞ্চালনায় বক্তব্য দেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল, শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ওবায়দুল ফাত্তাহ তানভির, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজযীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
- মেঘা-২ সিনেমায় বিশেষ চরিত্রে ছাতকের মিলন
- শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ