জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ কিন্ডার গার্টেন ও জুনিয়র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জামালগঞ্জ কিন্ডার গার্টেনের মাঠে ২ দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব।
সিনিয়র শিক্ষক আলী আমজদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যলয়ের অধ্যক্ষ জরিনা আক্তার বীনা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার আব্দুল মুকিত, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোছা. লুৎফা আক্তার, এম আল আমিন, মো. রুবেল মিয়া। খেলা পরিচলা করেন ক্রীড়া শিক্ষক হাসিবুল হাসান (বাতেন)। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর প্রধান শিক্ষাকেন্দ্র হলো পরিবার। পরিবারের পাশাপাশি শিশুর মেধা বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- জামালগঞ্জে আধুনিক পদ্ধতিতে কৃষি উন্নয়নে মাঠ দিবস
- ধর্মপাশায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ