স্টাফ রিপোর্টার
শিল্পকলায় জমে উঠেছে রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সাংস্কৃতিক উৎসব। সংস্কৃতিপ্রেমী দর্শকের পদচারণায় মুখরিত জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তন ও প্রাঙ্গণ। উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হচ্ছে হাছন রাজা মিলনায়তনে। উৎসবে বিভিন্ন বয়সী মানুষ ঘুরছেন দলবেঁধে। চলছে আড্ডা-গল্প-হৈ-হুল্লোড়।
শনিবার সন্ধ্যায় উৎসবের দ্বিতীয় দিন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের উপদেষ্টা অ্যাড. শামছুল আবেদীন, সহ সভাপতি প্রদীপ পাল নিতাই, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাড. মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি ছাইদুর রহমান তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জামালগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, সংস্কৃতি কর্মী আমির হোসেন, রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এসময় অতিথিদের উৎসব স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সকল সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করে শিল্পীরা। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘শাস্তি’ মঞ্চস্থ হয়। নাটকের নাট্যরূপ দিয়েছেন বীরু মুখোপাধ্যায় ও প্রযোজনা করেছে সিলেটের নাট্যালোক।
এছাড়াও উৎসবের দ্বিতীয় দিনে বিভিন্ন পরিবেনায় অংশ নেয় উদীচী, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার, সুরালোক সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা, সুনামগঞ্জ জেলা বাউল সমিতি, নৃত্যাঙ্গন।
এছাড়াও মঞ্চ মাতিয়ে রাখেন চ্যানেল আই সেরা কণ্ঠের মুবিন আহমেদ আরটিভির বাংলার গায়েন (সিজন ২) এর চ্যাম্পিয়ন বাঁধন মোদক ফোক যুবরাজ আশিকুর রহমান আশিক।
- জয়ের ধারায় ফিরলো সিলেট
- তাহিরপুরের হাটবাজারে সিলিন্ডার গ্যাসের সংকট