স্টাফ রিপোর্টার
‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহিউদ্দিন পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, পাট চাষে মানুষের মাঝে আগ্রহ বাড়াতে হবে। সরকার দেশের মানুষের উন্নয়নে সকল কৃষিজাত পণ্য চাষে পরামর্শ দিচ্ছে। পাটের মত পরিবেশবান্ধব পণ্য আর নেই। পাট থেকে অনেকেই দৃষ্টিনন্দন, আধুনিক ও স্মার্ট বহুমুখী পাটপণ্য উৎপাদন করছেন।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র
- ঐতিহাসিক ৭ মার্চ আজ