জাতীয় ভোটার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে সভা

শান্তিগঞ্জ অফিস
‘ভোটার হব নিয়ম মেনে,ভোট দিবো যোগ্যজনে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম সাইদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন,উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা নীলুফা চৌধুরী,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মোঃ জামিল হোসেন প্রমুখ।