ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারী—বেসরকারী ও সামাজিক—সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করা হয়েছে। ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও আওয়ামীলীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, থানা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির প্রমুখ।
ছাতক পৌরসভা
ছাতক পৌরসভার উদ্যোগে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন পৌর পরিষদের পক্ষে মেয়র আবুল কালাম চৌধুরী। পরে পৌরসভা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন মেয়র। পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, রশিদ আহমদ খয়রু, মহিলা কাউন্সিরর নূরেছা বেগম, রত্না রানী মালাকার, শফিকুল ইসলাম, পৌর কর্মকর্তা জামাল উদ্দিন, শহিদুল হক মোল্লা প্রমুখ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
- তাহিরপুরে চিত্রাংকন ও ব্রতচারী অনুষ্ঠিত
- ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরে শিশু উৎসব