জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রদের ৪ লক্ষ টাকা অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে হটামারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে ৪০ পরিবারকে ১০হাজার টাকা করে ৪ লক্ষটাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
এদিকে সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা ও টিন প্রদান করেন।

অপরদিকে বুধবার রাতে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি ক্ষতিগ্রস্তদের ২ হাজার টাকা করে অর্থ সহায়তা এবং শাড়ি ও লুঙ্গি প্রদান করেন। এছাড়াও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত গৌরবের মুক্তিযুদ্ধ ট্রাস্টের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে হটামারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টা ধরে চলা অগ্নিকাণ্ডে ৩৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারগুলো। দুপুর ১টায় হটামারা গ্রামের সামছুল হকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, দুপুর ১টায় প্রথম সামছুল হকের ঘরে আগুন লাগে। এরপর মুহুর্তের মাঝে অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন সেলু মেশিন দিয়ে ২ ঘন্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে।