জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে হটামারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘন্টা ধরে চলা অগ্নিকাণ্ডে ৩৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারগুলো। সোমবার দুপুর ১টায় হটামারা গ্রামের সামছুল হকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, দুপুর ১টায় প্রথম সামছুল হকের ঘরে আগুন লাগে। এরপর মুহুর্তের মাঝে অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন সেলু মেশিন দিয়ে ২ ঘন্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
হটামারা গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত কাজল মিয়া বলেন, আগুন লাগার পর আমি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলকে জানাই। ঘোষণার সাথে সাথে গ্রামের ও পার্শ্ববর্তী গ্রাম থেকে লোকজন এসে ২ ঘন্টা চেষ্টা আগুন নেবাতে সক্ষম হন।
একই গ্রামের শাহানেওয়াজ বলেন, আমাদের গ্রামের ৩৭টি ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্রামই পুড়ে ছাই হয়ে যেতো।
খবর পেয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও ইউপি সচিব অজিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে চাল ও কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
- স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
- সিসি ক্যামেরার আওতায় আনা হবে উৎসবস্থল