জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের অনুদানকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সম্প্রতি উপজেলার ফেনারবাঁক ইউপির হঠামারা গ্রামে আগুনে ভস্মীভূত হয়ে ৪০ পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৩ বান্ডেল ঢেউটিন ও নগদ ৯ হাজার করে টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খয়ের তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল লতিফ নাজেল।