জামালগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাও লালবাজারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটগাও শিক্ষা ফাউন্ডেশনের আহবায়ক সৈয়দ আলী হোসেন।
ফাউন্ডেশনের সদস্য নিজাম নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে ৯জন গুণীব্যক্তিকে সম্মাননা ও দশজন শিক্ষার্থীকে কৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়।