জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও মোড়ক উম্মোচন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় গুণীজন সম্মাননা ও সাহিত্য প্রকাশনা ভাটিবৃন্তের মোড়ক উম্মোচন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জামালগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে ডা. এসপি রায় ফাউন্ডেশন ইউএসএ’র সহযোগিতায় সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহসিন কবির।
সহ সভাপতি রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল আম্বিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, সাহিত্য পরিষদের উপদেষ্টা বিদ্যুৎ জোতি চক্রবর্তী, মো. ওয়ালী উল্লাহ সরকার, গোলাম সারোয়ার, জামিল আহমদ জুয়েল।
অনুষ্ঠানে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা মো. রহমত উল্লাহ তালুকদার, সিফত উল্লাহ তাং, শরাফত উল্লাহ তালুকদার, মো. আজাফর আলী তালুকদার, মো. আহমদ আলী তালুকদার, যোগেন্দ্র কুমার দাস কে মরনোত্তর সম্মামনা ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।