জামালগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
‘মাদক সন্ত্রাস জঙ্গিবাদ পরিহার করি, ফুটবলের আনন্দে জীবন গড়ি’ শ্লোগানকে সামনে রেখে বেহেলী ইউনিয়ন পরিষদের সাবেক ৮ জন ইউপি চেয়ারম্যানের স্মরণে ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর ফুটবল খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রঞ্জিত সরকার।
বেহেলী ইউপি সচিব সুজন তালুকদার ও উদ্দোক্তা মো. আফাই হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ হিল্লোল, বেহেলী ইউপি আ’লীগ সভাপতি নির্মাল্য কান্তি রায় শসি, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আলম মিয়া, জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, সাবেক ইউপি সদস্যা শিউলী রাণী সরকার, সমাজসেবক সৈকত ঘোষ চৌধুরী।
উদ্বোধনী ম্যাচে আহসানপুর জুনিয়র স্পোর্টিং ক্লাবকে ১ গোলে পরাজিত করে শিবপুর স্পোর্টিং ক্লাব। ইউনিয়নের ২০টি ফুটবল টিম সপ্তাহব্যাপী খেলায় অংশগ্রহণ করবেন। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ট্রফি ও ত্রিশ হাজার টাকার প্রাইজবন্ড এবং রানার্সআপ দলকে ট্রফিসহ পনের হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হবে।