জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। এরপর সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আলী আক্কাস মুরাদ।
বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও জাতীয় দুর্যোগ প্রশমণ দিবস পালিত হচ্ছে।
- প্রতিদিনের যেসব অভ্যাস কিডনির ক্ষতি করে
- প্রতাপ চন্দ্র শর্মা স্মৃতিকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ