জামালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিকের সভাপতিত্বে উপ—সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেটেরীনারী সার্জন ডা. আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জেলা পরিষদ সদস্য দীপক কুমার তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা।
প্রদর্শনী মেলায় প্রথম হয়েছেন ছালেহা খানম, দ্বিতীয় বাবলুল হাসান বাদশা, তৃতীয় মো. আল—আমিন। তাদের প্রত্যককে প্রধান অতিথি দশ হাজার টাকার চেক প্রদান করেন। অংশগ্রহণকারী অন্যান্যদের সান্তনা পুরষ্কার প্রদান করা হয়।