জামালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মযার্দায় পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু ও অতিথিবৃদ্ধদের দিয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফেন্দী রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ প্রেস ক্লাব সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
এছাড়াও উপজেলা খেলাঘর আসরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে সুন্দর হাতের লিখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাঘর আসরের সভাপতি আলী আক্কাছ মুরাদের সভাপতিতে্¦ অতিথিবৃদ্ধের উপস্থিতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।