জামালগঞ্জ প্রতিনিধি
পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনে জামালগঞ্জে দৃষ্টিনন্দন একটি শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে ও বাস্তবায়নে নির্মিত শিশুপার্কের নাম দেওয়া হয়েছে জামালগঞ্জ রিভার ভিউ পার্ক। শুক্রবার রাত ৮টায় রিভারভিউ পার্ক উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা সৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রমুখ।
এদিকে রাত ৯টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জামিল আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন সিলেটের শিল্পী আশিক ও চ্যানেল আই কন্ঠশিল্পী বন্যা, বেতার ও টিভি শিল্পী সীমা ও উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।
- পণতীর্থে গঙ্গাস্নান ও ওরস শুরু আজ
- ৩০০ কোটি টাকা ব্যয়ের সড়ক ও সেতু/ উদ্বোধনের পাঁচ মাস পরও চলছে না বড় যানবাহন