জামালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জমি থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতে আবু হানিফ (৪৫) নামে ঐ কৃষকের মৃত্যু হয়। নিহত আবু হানিফ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত. শুক্কুর আলীর ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মিনি পাগনা হাওরে নিজের মরিচ ক্ষেতে যান কৃষক আবু হানিফ। কাজ শেষে এসময় বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত আবু হানিফের স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
এ ব্যাপারে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, তার মৃত্যুর খবর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি উপজেলা প্রশাসন থেকে ঐ পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।