জামালগঞ্জে বেড়েছে ভুট্টা চাষ

জামালগঞ্জ প্রতিনিধি
চলতি বছরে জামালগঞ্জে বেড়েছে ভুট্টার আবাদ। কৃষকরা এখন ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর লাভের মুখ দেখায় এ বছর তারা ব্যাপক ভাবে ভুট্টা চাষ করছেন। ধান চাষে প্রতি বছরই আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের শিকার হন হ্ওারের কৃষকরা। তখন মহাজনের দেনা পরিশোধে কৃষক হয়ে পড়েন দিশেহারা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি অফিস। উঁচু ও পতিত জমিতে ভুট্টা চাষে কৃষকদের উৎসাহও প্রণোদনা দিচ্ছে। ফলে পাল্টে গেছে কৃষকের জীবন জীবিকা ও চাষাবাদের ধরন।
হাওরের নদীর দু’কূল ঘেঁষে চোখে পড়ে মাঠের পর মাঠ সবুজ ভূট্টা ক্ষেত। দেখেই মনে হয় সবুজ ভট্টা বাতাসের দোলায় কৃষকের সফলতায় স্বপ্নগুলো হেসে বেড়াচ্ছে। অপেক্ষা শুধু ফসল ঘরে তোলার। লাভের অংক গোনা। ভুট্টা চাষে খরচ কম। পরিচর্যাও তেমন লাগে না। তার উপর লাভ খরচের ৩ গুণ। এ জন্য জামালগঞ্জের হাওরে উঁচু জমিতে ভুট্টা চাষে কৃষকদের উৎসাহ বাড়ছে। বোর মৌসুমে ধান আবাদে খরচ এবং ঝুঁকি দুটোই বেশি। এদিকে ভুট্টা চাষে লাভ ছাড়া ক্ষতি নাই। বন্যায় হাওর অঞ্চলে ধান চাষে ঝুঁকি থাকলেও ভুট্টা চাষে তেমন ঝুঁকি নেই। বর্ষার পুর্বেই কৃষকরা ভুট্টা ঘরে তুলতে পারেন।
জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের মিনি পাকনা হাওরের ভূট্টা চাষী আবুল কালাম বলেন, আমি প্রথম এই পতিত জমিতে ভুট্টা চাষ করি। এর আগে এই জমিতে কোন চাষ করি নাই। আমার ভাই ফজলুল হক, তাজুল ইসলাম, ভাগ্না মামুন, মাসুদ গত বছর ভুট্টা চাষে ব্যাপক লাভবান হয়েছে। তাই এবার ১৩০ বিঘা পতিত জমিতে ভুট্টা চাষ করেছি। এটি লাভজনক একটি ফসল। তাছাড়া জমি পড়ে থাকার চেয়ে ভুট্টা লাভজনক ও ঝুঁকিমুক্ত হওয়ায় স্থানীয় অনেক কৃষক আমার মত ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে।
পাকনার হাওরের কৃষক মামুন উল্লাহ সরকার জানান গত বছর ১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করে দ্বিগুণের চেয়ে বেশী লাভবান হওয়ায় এবার ৪০ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। আগামীতে ৬০ বিঘা জমিতে ভুট্টা চাষ করার চিন্তা করছি।
জামালগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, আমরা বরাবরই কৃষকদের ভুট্টা চাষে প্রণোদনা ও পরামর্শ দিয়ে আসছি। ভুট্টা চাষে লাভ বেশী, খরচ কম। তাছাড়া জমি পতিত না রাখার জন্য কৃষকদের আগ্রহী করছি। এতে তারাও লাভবান হচ্ছে। ভুট্টার ফসল ঘরে তুলতে ভুট্টা ভাঙানোর মেশিন ভর্তুকিতে কৃষকদের দেয়া হচ্ছে। আশা করি এবছর অধিক ফলন ও লাভের মুখ দেখবেন এই উপজেলার ভুট্টা চাষীরা। গত বছর এই উপজেলায় ৩৯ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছিল। কিন্তু চলতি বছরে ভুট্ট্ াচাষে কৃষকদের আগ্রহ বাড়ায় পতিত জমি সহ ১৪৫ হেক্টর জমিতে ভূট্টা চাষ করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।