জামালগঞ্জ প্রতিনিধি
‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবসে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব’র সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, এম নবী হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
- মধ্যনগরে অসহায় বৃদ্ধাকে ঘর উপহার
- জামালগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চের প্রস্তুতি সভা