জামালগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত জামালগঞ্জে এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধুর যখন কিশোর বয়সে ফুটবল খেলতেন। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ফুটবল, ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করছেন। বঙ্গবন্ধুর ছেলে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। দেশে খেলাধুলার প্রসার ও ক্রীড়া সংগঠন গড়ে তুলতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ভূমিকা উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার রাত ৮টায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কালিপুর গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ স্মরণে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কালীপুর খেলার মাঠে কালীপুর গ্রামের সকল বীর মুক্তিযোদ্ধা পরিবারের আয়োজনে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মলি হোসেন।
যুবলীগ নেতা বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফর আলী তালুকদার, জামালগঞ্জ থানার এস আই মো. জুলহাস উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার।
ফাইনাল খেলায় জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ মিনি ফুটবল টিমকে ২ গোলে পরাজিত করে পূর্ব লম্বাবাক মিনি ফুটবল টিম।