জামালগঞ্জে মুক্তা হত্যার প্রতিবাদে খেলাঘরের মানবন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ১০ম শ্রেণির শিক্ষার্থী মুক্তা রানী বর্মনের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর শাস্তির দাবিতে জামালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাঘর আসরের সভাপতি আলী আক্কাছ মুরাদ।
খেলাঘরের শিক্ষা ও গবেষণা সম্পাদক এম আল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, অর্থ সম্পাদক বেবী রানী তালুকদার ও দেশপ্রবাস সভাপতি মো. নূরুল হক।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী, ভীমখালী ইউপি সচিব কঙ্কন সরকার, খেলাঘর ‘হাওরকন্যা’ আসরের সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক তাওহিদা তাবাসসুম, ‘কচিপাতা’ আসরের সভাপতি হাসিবুল হাসান বাতেন প্রমুখ।
মানববন্ধনে দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, মুক্তা বর্মনের মতো কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। আর এই একটি স্বপ্নকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এভাবে একের পর এক কচিকাঁচা প্রাণের জীবনপ্রদীপ নিভিয়ে দিচ্ছে দুষ্কৃতকারীরা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।