মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

জামালগঞ্জ প্রতিনিধি
ভয়াল ২৫ শে মার্চ, বাঙালি জাতির তথা মানব সভ্যতার ইতিহাসের এক কালিমালিপ্ত বেদনাবিধূর রাত। ১৯৭১ সালের এই দিনে বাঙালির জীবনে এক বিভিষীকাময় রাত নেমে এসেছিল। বর্বর পাকিস্তানি সেনা বাহিনী এ রাতে বাঙালির উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। ২৫শে মার্চের গণহত্যা শুধু একরাতের হত্যাযজ্ঞই ছিল না। এটা ছিল মূলত বিশ্ব সভ্যতার এক কলঙ্কজনক অধ্যায়। ২৬ শে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার পরপরই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর বাসা থেকে গ্রেফতার করে। কিন্তু বঙ্গবন্ধুর ডাকে সেদিন দেশের সর্বত্র সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধ শুরু করে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণকালে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার। সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, আবদুল হক, মন্তাজ আলী, প্রাক্তন প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্রাক্তন প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সহকারী শিক্ষক আবু সোহাগ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।