জামালগঞ্জে শিক্ষার্থীদের পোষাক বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় দানবীর মনির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্বলম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীর মাঝে বিদ্যালয়ের পোষাক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের ক্লাসরুমে পোষাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া। প্রধান শিক্ষক মালা ঘোষ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন লম্বাবাক গ্রামের দানবীর মনির হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এই বিদ্যালয়ের জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে। তোমরা কথা দাও ভালভাবে লেখা-পড়া করবে। তোমরা সুশিক্ষা গ্রহন করে দেশ-বিদেশে সুনাম বয়ে আনবে। তোমাদের ভাল মানুষ হতে হবে। দেশ প্রেম নিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকরা হলেন পিতামাতার পর সবচেয়ে বড় অভিভাবক। তোমরা বড়দের সম্মান করবে এবং ছোটদের ¯েœহ করবে। ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে অভিভাবক শিক্ষক, সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হুমায়ুন কবির, ইউপি সদস্য মো. মোর্শারফ হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিয়াদ হোসেন, নাজমা আক্তার, জেসমিন আক্তার, নাজুন নাহার, সমাজসেবক মঈনুল ইসলাম মোহন প্রমুখ।