জামালগঞ্জ প্রতিনিধি
মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহিদদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার স্মরণের মধ্যে দিয়ে জামালগঞ্জে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার সকালে প্রভাতফেরী শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. জালাল মিয়া।
সভা শেষে জামালগঞ্জ প্রেসক্লাব কর্তৃক একুশে বার্তা পত্রিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এছাড়াও সন্ধায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
- মধ্যনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- তাহিরপুরে শহিদ দিবস পালন