জামালগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা

জামালগঞ্জ সংবাদদাতা
সামাজিক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, ধমীর্য় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে জামালগঞ্জে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রাণী তালুকদার, জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, আনসার ভিডিপি কর্মকর্তা ফয়সাল আহমেদ চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. নবী হোসেন, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফা, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাচনা বাজার মাদ্রাসার মোহতামিম মাও. আজিজুল হক, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ বণিক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিধান ভূষণ চক্রবতীর্, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, ফেনারবাঁক ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি সিন্ধু ভুষণ তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন রায়, বেহেলী ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ চন্দ্র তালুকদার।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও উপজেলা প্রসাশনের ২১ দফা নির্দেশনা মেনে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার জন্য আহবান জানান বক্তারা।