জালিয়াতি মামলার আসামী ছাতকের সাদিকুর রহমান জেল হাজতে

ছাতক প্রতিনিধি
ছাতকে জাল কাগজপত্র সৃজন করে জালিয়াতির মাধ্যমে ভূমি আত্মসাতের চেষ্টার অভিযোগে দায়েরী মামলায় সাদিকুর রহমান সাদিক নামের এক ব্যক্তিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ আহমদের আদালতে হাজিরা দিতে গেলে জামিন না-মঞ্জুর করে সাদিকুর রহমানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সাদিকুর রহমান উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত ফজির উদ্দিনের পুত্র।
জানা যায়, জাল উত্তরাধিকার সনদসহ বিভিন্ন ভুয়া কাগজ পত্র সৃজন করে ভূমি আত্মসাতের চেষ্টা করায় সাদিকুর রহমান সহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা (নং সিআর-৪৭/২০২১) দায়ের করেন একই ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের নূর মিয়া চৌধুরীর পুত্র ছালিক মিয়া চৌধুরী।
মামলার বাদী ছালিক মিয়া চৌধুরী জানান, মামলাটি সিলেট পিবিআই’র দীর্ঘ তদন্তে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে পিবিআই’র তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হলে আসামীরা আত্মগোপনে চলে যায়। বর্তমানে এ মামলার ৩ আসামী রয়েছে জামিনে এবং ছানাউর আলী কয়েছ, আব্বাস আলী, মাহমুদুল হাসান সহ ৫জন রয়েছে পলাতক।
মামলার বাদী পক্ষের আইনজীবী ছায়াদুর রহমান জানান, মামলার প্রধান আসামী সাদিকুর রহমান ভুয়া নামজারী, ভুয়া উত্তরাধিকার সনদ সহ বিভিন্ন জাল কাগজপত্র সৃজনের সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েই মহামান্য আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।