স্টাফ রিপোর্টার
১১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ১৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ১৬.৫২ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৫১ জন।
সোমবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়। রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ১৩ জন সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার ২ জন, দিরাই উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ৩ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৪ হাজার ৭২৪ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ৪৩১ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৭১ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭৫ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮০ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছেন মোট ৬১ জনের।
বর্তমানে আইসোলেসনে আছেন ১ হাজার ৪৬৬ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯৫৭ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৩১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২০ জন, তাহিরপুর উপজেলায় ৮১ জন, জামালগঞ্জ উপজেলায় ৭৭ জন, দিরাই উপজেলার ১৯ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৫৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৬৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৭ জন এবং শাল্লা উপজেলায় ২ জন আইসোলেসনে রয়েছেন।
- জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা
- মাসিক উত্তর সুরমা পত্রিকার মোড়ক উন্মোচন