স্টাফ রিপোর্টার
নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রল বোমা হামলার প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা উদীচী। সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও শিল্পকলায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, সুনামগঞ্জ সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমেদ, জেলা পরিষদ সদস্য ফৌজী আরা বেগম শাম্মী।
সমাবেশে পেট্রল বোমা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।
- আগামী শিক্ষাবর্ষে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা: ইউজিসি
- শান্তিগঞ্জে রমজান উপলক্ষে ত্রাণ বিতরণ