স্টাফ রিপোর্টার
বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জড়ো হতে থাকেন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। দুপুর ১২টায় জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস’র নেতৃত্বে যাদুঘর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ডিএস রোড দিয়ে আলফাত উদ্দিন স্কয়ার হয়ে রমিজ বিপনীস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য সবুজ কান্তি। এছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা সিতেশ তালুকদার মঞ্জু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি খালেদ তালুকদার, সাধারণ সম্পাদক ও পলাশ ইউনিয়ন চেয়ারম্যান সুহেল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছি। শেখ হাসিনার কারণে দেশের মাটিতে রাজাকারের বিচার হচ্ছে। শেখ হাসিনা এসেছিলেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। দেশের উন্নয়নে জনগণের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি ফয়সল আহমদ, রুপন আহমেদ, আজিজুল আলম, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, এনাম আহমদ, পৌর কমিটির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান ইস্পাহানী, পিন্টু বনিক, কাওসার তালুকদার, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ইস্পাহানি, ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল আলম, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল প্রমুখ।
- শুক্কুর আলীর হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
- ঐক্যবদ্ধ থাকতে হবে -পলিন