জেলা সম্মেলনের পর তিন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি

বিশেষ প্রতিনিধি
জেলা সম্মেলনের আগে হচ্ছে না সুনামগঞ্জে সম্মেলন হওয়া তিন উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এ কারণে নতুন জেলা কমিটি না হওয়া পর্যন্ত দুই সদস্যের কমিটিতেই চলবে দিরাই, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ। শনিবার কমিটির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এই তথ্যই জানা গেছে। সংগঠনের দায়িত্বশীল এক উপজেলা নেতা জানান, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে জগন্নাথপুর ও দিরাই উপজেলার কমিটি নিয়ে মতভিন্নতা দেখা দেওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন বিলম্বিত হচ্ছে।
সুনামগঞ্জের দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ১৪, ১৫ ও ১৬ নভেম্বর। সম্মেলন শেষে দুই দিন পর কামাল উদ্দিনকে সভাপতি ও প্রদীপ রায়কে সাধারণ সম্পাদক করে দিরাই উপজেলার দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার কমিটি ওইদিন রাতেই ঘোষণা হয়। শান্তিগঞ্জে দুই সদস্যের কমিটি ঘোষণা হলেও জগন্নাথপুরে হয় চার সদস্যের কমিটি ঘোষণা হয়। জগন্নাথপুরে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি একজন ও যুগ্ম সম্পাদক আরেকজনের নাম ঘোষণা দেওয়া হয়। গেল ২৫ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন মারা যান। পরে সভাপতি কে হবেন এই নিয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতভিন্নতা তৈরি হয়। অন্যদিকে, দিরাই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদনে জেলা সভাপতি স্বাক্ষর দিলেও নতুন সভাপতি কামাল উদ্দিনকে মানতে নারাজ জেলা সভাপতি। এই অবস্থায় এই তিন উপজেলারই পূর্নাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের আগে এই কমিটিগুলো অনুমোদন হচ্ছে না। আওয়ামী লীগের গত ২৪ ডিসেম্বরের জাতীয় সম্মেলনে গঠনতন্ত্রের নতুন সংশোধনীতে যে কোন ইউনিটের সম্মেলনের ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিধান যুক্ত হলেও এই তিন উপজেলায় তা কার্যকর হচ্ছে না।
নতুন এই তিন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত একজন নেতা বললেন, সম্মেলনকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যমতে ছিলেন। কমিটিগুলোতে দুজনেই স্বাক্ষর করেন। সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। জগন্নাথপুরের সভাপতি আকমল হোসেন গত ২৫ ডিসেম্বর মারা যাবার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সহসভাপতি মিজানুর রশীদ ভূইয়াকে মানতে নারাজ সভাপতি, একইভাবে দিরাইয়ে কমিটিতে স্বাক্ষর দিলেও কামাল উদ্দিনকে মানতে রাজি নয় জেলা সভাপতি মতিউর রহমান। এই অবস্থায় এই দুই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া থেমে গেছে। এই দুই ইউনিটের সঙ্গে আটকা পড়েছে শান্তিগঞ্জের কমিটিও।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বললেন, এখন আর পূর্ণাঙ্গ কমিটির কথা চিন্তা করছি না আমরা। জেলা সম্মেলনের জমায়েত নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটির খসড়া করে দেখানোর জন্য। আমরা খসড়া করে তাঁকে দেখিয়ে জেলা সম্মেলনের পর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক যেই হবেন, তাঁদের কাছে পূর্ণাঙ্গ কমিটি জমা দেব।
এই উপজেলায় মতিউর রহমানের সমর্থক হিসাবে পরিচিত উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায় বললেন, নতুন সভাপতি যুবদল থেকে দলে এসেছেন, উপ-নির্বাচনে নৌকার বিরোধীতা করেছেন। বিতর্কিত সভাপতিকে জেলা সভাপতিসহ আমরা অনেকেই গ্রহণ করতে পারছি না। এজন্য তাদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। ৪৫ দিনের স্থলে তিন মাস পার হলেও তারা কমিটি করতে পারছে না।
শান্তিগঞ্জের নয়া সভাপতি সিতাংশু রঞ্জন ধর বললেন, ১১ ফেব্রুয়ারি আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। একই মন্তব্য করলেন জগন্নাথপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুও।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বললেন, জেলা সম্মেলনের আগে দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের পূর্ণাঙ্গ কমিটি পাওয়া গেলে সভাপতির উপদেশক্রমে অনুমোদন দেওয়া হবে।
সভাপতি মতিউর রহমান বললেন, জেলা সম্মেলনের আগে দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের পূর্ণাঙ্গ কমিটি করার সময় নেই।
ছয় ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ১১ ফেব্রুয়ারি’র সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। অন্য বিশেষ অতিথিরা হলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, জেলা সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম এমপি।
সম্মেলনকে সফল করার জন্য ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শহরের জগৎজ্যোতি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হবে। ওখানে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও সকল উপজেলা পর্যায়ের ইউনিটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের ডাকা হয়েছে।