স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন।
মঙ্গলবার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের হাওরপাড়ের দুমাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সুনামগঞ্জ শাখার টিম লিডার শারমিন সুলতানা যুথি, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, মিছবাহ উদ্দিন পলাশ, শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে লামাগাঁও গ্রামের কুদ্রত আলী বলেন, এইবারের মতো শীত জন্মের পরেও লাগে নাই। কম্বলটা যারায় দিছে তারারে আল্লায় মঙ্গল করুক।
- আজ থেকে দুইদিনের সাহিত্যমেলা শুরু
- এক বছরে ৫৮৭ ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন