ট্রাক চাপায় কলেজ ছাত্রী তানিয়া নিহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের বাসিন্দা নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রী তানিয়া বেগম ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন। সোমবার কলেজে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারায় তানিয়া বেগম। তানিয়া নবীগঞ্জ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় আহত তার অপর দুই শিক্ষার্থী নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্র সেফু মিয়া ও জাকিয়া বেগম কে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, সোমবার সকালে তানিয়া বেগম প্রতিদিনের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কলেজ ছাত্র সেফু মিয়া ও জাকিয়া বেগমের সঙ্গে মোটরসাইকেল যোগে কলেজে যাওয়ার পথে কাজিরবাজার এলাকায় সকাল সাড়ে ১০টায় নোয়াখালী ড—১১০২১৪ নামে একটি ধান বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তানিয়া বেগম কে মৃত ঘোষণা করেন। অপর দুই সঙ্গী নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্র সেফু মিয়া ও জাকিয়া বেগম কে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা ফয়জুল হক জানান, ঘটনার পর চালক পালিয়ে গেছে। ট্রাক আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে ।