স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। এছাড়াও বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কাশেম আজাদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, কলেজের শিক্ষার্থী শেখ তাবাস্সুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী তাজকিরা হক ও মাশরাফি জয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন স্মার্ট বাংলাদেশ গড়তে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেকে জ্ঞান নির্ভর বিবেকবান মানুষ হিসাবে গড়ে তোলতে হবে। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে দুটি দিক রয়েছে। একটি আলোর, অপরটি অন্ধকারের পথ। আমরা আলোর পথে যাব। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
- সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক
- এক বছরে ৪০টি চুরি/ গ্রেফতার ৫২ চোর