স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে ইউএনও’র হস্থক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে সানাই বাজিয়ে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সুপ্রভাত চাকমা পুরিশ ফোর্স সাথে নিয়ে কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
তাহিরপুরের ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, বুধবার বিকেলে এক কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কিশোরীর বিয়ে বন্ধ করা হয়। তিনি আরও জানান দশ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।
- তাহিরপুরে ট্যালেন্টপুলে ৬২ ও সাধারণে ৪৩
- শান্তিগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতি সভা