তাহিরপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নেতাকর্মীরা কেক কাটেন। পরে র‌্যালি সহকারে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। বেলা পৌণে ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি’র সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, আওয়ামী লীগ নেতা মিলন তালুকদার, ডা. সুধাংশু মোহন গাঙ্গুলী, বাবুল মিয়া, যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম, জিয়া উদ্দিন, সাজিদ মিয়া, অনির্বান দাস, আবু শামা, শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, সাংবাদিক আবিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও সুপ্রভাত চাকমা ও অতিথিরা।