তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে এক বছর পূর্তি উপলক্ষ্যে দুই ইউপি চেয়ারম্যানকে বণিক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাদাঘাট বাজারের মেইন রোডে বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এবং উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া কে সংবর্ধনা দেয়া হয়।
বণিক সমিতির সভাপতি মো. সেলিম হায়দারের সভাপতিত্বে ও বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ তালুকদার, নুরুল হক মাস্টার, ব্যবসায়ী মো. আবুল হোসেন, মো. শাহ আলম, সারোয়ার ইবনে গিয়াস, জুবায়ের আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঝুমুর তালুকাদার ও উপজেলা ছাত্রলীগ নেতা আযহারুল ইসলাম সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, ব্যবসায়ী হাজী হামিদ শিকদার, হাজী সফর আলী, হাজী মোস্তফা মিয়া, হাজী রহিম উদ্দিন প্রমুখ।
এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বণিক সমিতির সকল প্রয়াতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দুই ইউপি চেয়ারম্যানকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলের মালা পড়িয়ে দেন ব্যবসায়িরা।
- মৃত্যুপথযাত্রী রোগীদের জীবন বাঁচাতে লন্ডনবাসীকে রক্তদিয়ে সাহায্য কারার আহবান
- শান্তিগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা