তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তাহিরপুর উপজেলা ইউনিট কমান্ড ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ শেষে তাহিরপুর পূর্ব বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে তাহিরপুরে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
প্রতিবাদ মিছিল শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি ওয়াহিদ খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।