স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ ও উপজেলা ক্রীড়া সংস্থা। বেলা সাড়ে ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন এবং বঙ্গমাতা বেগম ফাজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী পুলিশ সুপার শাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান—উদ—দৌলা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
- সীমান্তে কয়লা কুড়িয়ে জীবিকা হাজারো মানুষের
- ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত